ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জি এম কাদেরসহ তার অনুসারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আইনি নোটিশ পাঠিয়েছেন।
রবিবার তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) এবং মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ্য করে এ নোটিশ পাঠান।
নোটিশে সাত দিনের মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান।
আইনি নোটিশে বলা হয়, বিগত কয়েকটি নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা ছিল গভীরভাবে প্রশ্নবিদ্ধ। ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে জাতীয় পার্টি সরকারের একতরফা নির্বাচনে সহযোগিতা করেছে বলে অভিযোগ তোলা হয়। এতে দাবি করা হয়, দলটি স্বৈরাচারী শাসনের পৃষ্ঠপোষকতা করেছে এবং জনগণের ভোটাধিকার হরণের দায় বহন করছে।
জাতীয় পার্টিকে “জাতীয় বেঈমান” আখ্যা দিয়ে নোটিশে বলা হয়, শেখ হাসিনার সরকারের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনকি শেখ হাসিনার পতনের পরও জাতীয় পার্টি ফ্যাসিস্ট রাজনীতির প্রতিনিধিত্ব করছে এবং ক্ষমতার পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আইনজীবী সবুজ খান তার নোটিশে আরও বলেন, “আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিদের গ্রেফতার করা হলেও জাতীয় পার্টির দুর্নীতিপরায়ণ মন্ত্রী-এমপিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এটি শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি এবং আইনের সমতার প্রশ্নকে দৃষ্টিকটু করে তুলছে।”
নোটিশে দাবি করা হয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post