সিরিয়ার রাজধানী দামেস্ক বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়ার পর দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসন অধ্যায়ের সমাপ্তি ঘোষণা করেছে। এ সময় প্রেসিডেন্ট আসাদ একটি ব্যক্তিগত বিমানে দেশত্যাগ করেন। তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আসাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। সিরিয়ার দুটি নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, দামেস্ক থেকে উড্ডয়নকারী একটি বিমান, যা সম্ভবত প্রেসিডেন্ট আসাদকে বহন করছিল, উপকূলীয় এলাকায় পৌঁছানোর পর আকস্মিকভাবে দিক পরিবর্তন করে। এরপর বিমানটি কিছু সময়ের জন্য উড়ার পর মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।
ফ্লাইটরাডারের পর্যবেক্ষণ ও বিমানের রহস্যময় আচরণ
বিশ্বজুড়ে বিমানের চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডারের তথ্যমতে, দামেস্ক থেকে উড্ডয়ন করা বিমানটি প্রথমে সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে উড়ছিল। সেই অঞ্চলে আসাদ-সমর্থিত আলাউই সম্প্রদায়ের শক্তিশালী ঘাঁটি রয়েছে। তবে হঠাৎ ইউ-টার্ন নেওয়ার পর বিমানটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়।
Did Bashar al-Assad’s Plane Crash?
Sudden Disappearance and Altitude Change Suggests It Was Shot Down!!Unconfirmed information is being circulated about the sudden descent of the plane that was reportedly carrying Assad after it disappeared from radar and dropped suddenly from… pic.twitter.com/fpFQxQaq0K
— khaled mahmoued (@khaledmahmoued1) December 8, 2024
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিমানটি আসলে বাশার আল-আসাদকে বহন করছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তা সূত্রের দাবি, তার বিমান দুর্ঘটনায় নিহত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আকস্মিক দিক পরিবর্তন ও অদৃশ্য হওয়ার ঘটনা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও জল্পনা
এদিকে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বাশার আল-আসাদ সম্ভবত সিরিয়ার বাইরে রয়েছেন। তবে এই বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
PLANE CRASH OF #Bashar_al_Assad NEAR #Homs ! IT DEPARTED #DAMASCUS AIRPORT, TOOK A TURN AND REACHED AN ALTITUDE OF 500 METERS! THEN CRASHED! #Syrie #Syrian pic.twitter.com/TidQ3AQxhr
— White Vador ➿ (@AleaJactaEs666) December 8, 2024
সিরিয়ার চলমান রাজনৈতিক সংকটের মধ্যেই আসাদের সম্ভাব্য মৃত্যুর খবর দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post