হবিগঞ্জের বাহুবলে ইজিবাইকের ভাড়া নিয়ে যাত্রী ও চালকের মধ্যে সামান্য ঝগড়ার জের ধরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে চার ঘণ্টার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার মৌচাক এলাকায় কবিরপুর ও সাতপাড়িয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানিয়েছেন, সকালে কবিরপুর গ্রামের এক যাত্রী সাতপাড়িয়া গ্রামের এক ইজিবাইক চালকের গাড়িতে ওঠেন। গন্তব্যে পৌঁছানোর পর যাত্রী ১০ টাকা ভাড়া দেন, কিন্তু চালক দাবি করেন ১৫ টাকা। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়।
ঘটনাটি দ্রুত দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রাস্তায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। ইটপাটকেল নিক্ষেপ এবং ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post