বাংলাদেশে অবৈধ বিদেশিদের অবস্থান নিষিদ্ধ ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার, বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, অবৈধ বিদেশিদের বিষয়ে একটি বিজ্ঞপ্তি শীঘ্রই জারি করা হবে। তবে বর্তমানে বাংলাদেশে কতজন অবৈধ বিদেশি অবস্থান করছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য নেই।
এছাড়া, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে বলা হয়েছে—কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন।
বিজ্ঞপ্তিতে এসব বিদেশি নাগরিকদের অবিলম্বে তাদের অবস্থানের বৈধতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
নইলে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post