আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় ভিএফএস গ্লোবাল এবং সুইডিশ দূতাবাসের সহযোগিতায় শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়ায় নতুন সুবিধা যুক্ত হচ্ছে।
এ সুবিধার আওতায় বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেন ভ্রমণের জন্য ভিসা আবেদনকারীরা একটি নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়ার নিয়মাবলী
১. অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক:
১৭ ডিসেম্বর থেকে শেনজেন ভিসার জন্য ঢাকার ভিএফএস গ্লোবাল সুইডেন সেন্টারে আবেদন করতে আগাম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ওয়াক-ইন আবেদন আর গ্রহণ করা হবে না।
২. সেবামূল্য:
অ্যাপয়েন্টমেন্ট বুক করার সময় ভিএফএস গ্লোবাল একটি সেবামূল্য ধার্য করবে। তবে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের সময় উপস্থিত না হলে বা ২৪ ঘণ্টা পূর্বে অ্যাপয়েন্টমেন্ট বাতিল করলে সেবামূল্য ফেরতযোগ্য হবে না।
৩. অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি:
আপনার ভ্রমণের উদ্দেশ্য যদি উল্লিখিত দেশগুলোর কোনো একটি হয়, তবে শুধুমাত্র ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে।
যোগাযোগের জন্য প্রয়োজনীয় তথ্য
ফোন:
(+88) 09606 777 333
(+88) 09666 911 382
(রবিবার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত)
অনলাইন যোগাযোগ:
https://vfsforms.mioot.com/forms/CFNC/
সুইডিশ দূতাবাসের বার্তায় বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে ভিসা প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করা সম্ভব হবে। শেনজেন অঞ্চল ভ্রমণ পরিকল্পনাকারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post