আগামী ২ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। যেসব নাগরিকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুল রয়েছে, তাদের দ্রুত সংশোধনের জন্য ইসি থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইসির পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, “২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে কোনো ভুল রয়েছে, তারা যেন নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় সংশোধন করে নেন।”
এদিকে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা জানিয়েছেন, আগামী বছর জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল (৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর এক সম্মেলনে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, “আমাদের সরকার অত্যন্ত স্বল্পমেয়াদী। ব্যক্তিগতভাবে আমার ধারণা, আগামী বছর আমরা একটি রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখতে পাব। তবে কী ঘটবে, তা বলা মুশকিল।”
ইসি ইতোমধ্যে সচেতনতা বৃদ্ধি করতে “নিজ উদ্যোগে ভোটার হোন, সময়মতো ভোট দিন, পছন্দের প্রার্থীকে বেছে নিন, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন”—এই বার্তা সম্বলিত ফেস্টুন প্রকাশ করেছে।
নাগরিকদের এনআইডি সংশোধন ও ভোটার তালিকা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে ইসি বিশেষ গুরুত্বারোপ করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post