সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে একটি উড়োজাহাজে করে অজানা গন্তব্যে পালিয়ে গেছেন। দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ একটি বিমানে দামেস্ক ত্যাগ করেছেন। তবে তার গন্তব্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, বিদ্রোহী বাহিনী ঘোষণা করে যে তাদের সেনারা রাজধানী দামেস্কে প্রবেশ শুরু করেছে। এক বিবৃতিতে তারা দাবি করেছে, বিদ্রোহীদের অগ্রযাত্রায় স্বৈরশাসনের অবসান ঘটতে চলেছে। তবে রাজধানীর রাস্তায় সেনা মোতায়েনের কোনো দৃশ্যমান চিহ্ন দেখা যায়নি বলে রয়টার্স জানিয়েছে।
বিদ্রোহীরা দামেস্কের নিকটবর্তী সেডনায়া কারাগার থেকে সব বন্দিকে মুক্ত করার দাবি করেছে। দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের জন্য কুখ্যাত এই কারাগারে বিদ্রোহীদের এই পদক্ষেপকে প্রতীকী বিজয় হিসেবে দেখা হচ্ছে।
বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হোমস শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ। বিপ্লবের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত হোমস শহরটি মাত্র একদিনের সংঘর্ষের পর বিদ্রোহীদের হাতে চলে যায়। ২০১১ সালে সিরিয়ার প্রথম বিদ্রোহ এখান থেকেই শুরু হয়েছিল।
রয়টার্স জানিয়েছে, দামেস্কের কেন্দ্রে তীব্র গুলির শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পরিস্থিতি অস্থিতিশীল হলেও গুলির সঠিক উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সিরিয়ার সামরিক বাহিনী ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। রাশিয়ার সীমিত সহায়তা, ইরানের অভ্যন্তরীণ সংকট এবং হিজবুল্লাহর দক্ষিণ লেবাননে ব্যস্ততা বিদ্রোহীদের এগিয়ে যাওয়ার পথ সহজ করে তুলেছে। এর ফলে প্রেসিডেন্ট আসাদের ২৪ বছরের দীর্ঘ শাসনের সমাপ্তি যেন কেবল সময়ের অপেক্ষা।
একটি ভিডিওতে দেখা গেছে, আসাদ বাহিনীর সেনারা আল-কাইম সীমান্ত পেরিয়ে ইরাকে প্রবেশ করছে। ইরাকি নাগরিকরা ক্লান্ত সৈন্যদের খাদ্য সরবরাহ করছে।
জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার সিরিয়ার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। তিনি সব পক্ষকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সিরিয়ার এই টালমাটাল পরিস্থিতি আন্তর্জাতিক মহলের নজর কাড়ছে। দেশটির ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post