সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের মধ্যে হঠাৎ তীব্র সংঘাত শুরু হয়েছে। বিদ্রোহীরা কয়েক দিনের ব্যবধানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরিস্থিতি মোকাবিলায় পাল্টা আক্রমণ চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। এ সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবং সিরিয়ায় অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফেরার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিরিয়ার বর্তমান অস্থির পরিস্থিতির কারণে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুততম সময়ের মধ্যে সিরিয়া ত্যাগ করতে হবে। নিরাপত্তাজনিত কারণে নতুন কোনো ভ্রমণ থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “যাদের পক্ষে সম্ভব, তারা যেন বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে দ্রুত দেশে ফেরেন। এছাড়া, ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।” নাগরিকদের সাহায্যের জন্য একটি জরুরি হেল্পলাইন নম্বর (+৯৬৩ ৯৯৩৩৮৫৯৭৩) এবং ইমেল ঠিকানা ([email protected]) সরবরাহ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, “সিরিয়ার সাম্প্রতিক সংঘাতের বিষয়ে আমরা গভীরভাবে নজর রাখছি। বর্তমানে প্রায় ৯০ জন ভারতীয় নাগরিক সিরিয়ায় অবস্থান করছেন, যাদের মধ্যে অনেকে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কর্মরত। তাদের সুরক্ষার জন্য আমাদের দূতাবাস সার্বক্ষণিক তৎপর রয়েছে।”
ভারতের এই সতর্কবার্তাটি সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে। নাগরিকদের সুরক্ষার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখছে ভারত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post