ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার, ৭ ডিসেম্বর, মুম্বাই পুলিশের কাছে হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠানোর মাধ্যমে এ হুমকি দেওয়া হয়, যা দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বার্তাটি রাজস্থানের আজমির এলাকা থেকে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুম্বাই পুলিশের একটি বিশেষ দল অভিযুক্তকে গ্রেপ্তার করার লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী মোদিকে বোমা বিস্ফোরণের মাধ্যমে হত্যার পরিকল্পনার কথা বলা হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক ধারণা, বার্তাটি হয়তো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি অথবা মদ্যপ অবস্থায় কোনো ব্যক্তি পাঠিয়ে থাকতে পারে। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ সব দিক খতিয়ে দেখছে।
এর আগে, মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে একাধিক ভুয়া হুমকি বার্তা এসেছে, যার মধ্যে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকিও অন্তর্ভুক্ত ছিল।
এ ঘটনায় মুম্বাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত জোরদার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post