বিনোদন অঙ্গনে এ মুহূর্তে আলোচনায় রয়েছে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই আলোচনায় থাকার অন্যতম কারণ, হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকাদের উপস্থিতি। ৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে অংশ নেন এসব তারকা।
সেই আসরে নামী তারকাদের সঙ্গে উৎসবের লাল গালিচায় হেঁটেছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। তাঁরা এই উৎসবে অংশ নিয়েছেন ‘সাবা’ সিনেমাটি দিয়ে।
পরিচালক মাকসুদ হোসাইন জানান, ‘এই আয়োজনের অংশ হতে পারা গৌরবের।’ “সাবা” এই উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেয়েছে। এ নিয়ে চারটি উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেল সিনেমাটি। তিনি সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন উইল স্মিথ, এমিলি ব্লান্টসহ অন্যদের।
নির্বাচিত সিনেমার পরিচালকেরা একই সময়ে রেড কার্পেটে হাঁটেন। সেখানে এই উৎসব ছিল ব্যতিক্রম। পাশাপাশি আমির খান, উইল স্মিথসহ আমন্ত্রিত অতিথি সবাই হেঁটেছেন। ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এবারের উৎসব।
১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post