হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই ভাবির পরকীয়ার কাহিনী উদঘাটিত হয়েছে, যার পরিণতিতে এক কিশোর মোস্তাকিনের নৃশংস হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় পুলিশ ও আদালতের মাধ্যমে জানা গেছে, মোস্তাকিনকে গলা কেটে হত্যা করার পর মামলার প্রধান আসামি রায়হান উদ্দিন তার স্বীকারোক্তি দিয়েছে।
রায়হান জানায়, মোস্তাকিন যখন তার দুটি ভাবির সঙ্গে পরকীয়ার বিষয়টি জানায়, তখন তারা এই হত্যার পরিকল্পনা করে। এ ঘটনায় তাসলিমা আক্তার (২০) ও রোজিনা বেগম (২৮) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) হবিগঞ্জ আদালতে ১৬৪ ধারায় রায়হান উদ্দিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সিলেটের গোলাপগঞ্জ থানা এলাকা থেকে র্যাব-৯ সিলেট ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে রায়হান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাকিনের পরিবারে সদস্যদের মধ্যে থাকা সম্পর্কের সূত্রে রায়হানের অবাধ যাতায়াত ছিল। মোস্তাকিন তার দুবাই প্রবাসী বড় ভাই ফজলু মিয়ার স্ত্রী রোজিনা বেগম এবং বড় ভাই ওমান প্রবাসী সজলু মিয়ার স্ত্রী তাছলিমা বেগমের সঙ্গে সম্পর্কের বিষয়টি জানার পর পরিস্থিতি ঘোরালো হয়।
বিষয়টি জানাজানি হলে সালিশের মাধ্যমে একবার জরিমানা ও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরও, রায়হান তাদের বাড়িতে আসা-যাওয়া বন্ধ করেনি।
হত্যাকাণ্ডের দিন, ২৪ নভেম্বর সন্ধ্যায় মোস্তাকিনের নানি অসুস্থ হলে, তাছলিমা, রোজিনা ও মোস্তাকিন মায়ের সাথে অন্যত্র চলে যান। রায়হান এরপর মোস্তাকিনের বাড়িতে আসে এবং প্রথমে তাছলিমার ঘরে, পরে রোজিনার ঘরে যায়।
মোস্তাকিন বিষয়টি দেখে ফেললে, পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। রায়হান একটি ছুরি নিয়ে মোস্তাকিনের গলা কাটে, যার ফলে তার মৃত্যু হয়।
হত্যার পর, দুই ভাবি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং পরে পুলিশ লাশ উদ্ধার করে। মোস্তাকিনের মা ফুলবানু বিবি প্রাথমিকভাবে স্ত্রীরা পরকীয়ায় জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করতে পারছিলেন না, তবে পরবর্তী সময়ে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে বিরোধের কারণে হত্যার ঘটনা ঘটে বলে মামলা দায়ের করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, রায়হান হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন এবং তার জবানবন্দি অনুযায়ী, মোস্তাকিনের দুই ভাবির নামও উঠে এসেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post