ভারতের কর্ণাটক রাজ্যের সাবেক উপ-মুখ্যমন্ত্রী ও বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে ভারতীয় পুলিশ।
এই মামলাটি ৬ ডিসেম্বর শুক্রবার কর্ণাটকের শিবমোগা জেলার কোটে থানায় দায়ের করা হয়, যা বাংলাদেশ নিয়ে তার বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে।
এটি ঘটেছে গত ৫ ডিসেম্বর একটি সমাবেশে, যেখানে তিনি বাংলাদেশে হিন্দুদের প্রতি allegedly হামলার প্রতিবাদে উস্কানিমূলক ভাষণ দেন। তিনি সেই সময় বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুর বিরুদ্ধে ঘৃণিত বক্তব্যও দেন।
বিশেষ করে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন এবং বক্তৃতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগের জন্ম দেয়।
এরপর, কংগ্রেস শাসিত কর্ণাটক রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করে। গত ১৬ নভেম্বর ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মুসলমানদের হুমকি দেওয়ার অভিযোগেও মামলা দায়ের হয়েছিল।
তিনি ২০২৪ সালের নির্বাচনে শিবমোগা লোকসভা আসন থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় বিজেপি তাকে ৬ বছরের জন্য বহিষ্কার করে।
এদিকে, ভারত সরকারের বিভিন্ন বিবৃতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে বারংবার আলোচনা উঠে আসছে। তবে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এসব অভিযোগকে অপতথ্য হিসেবে খণ্ডন করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post