পঞ্চগড়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিকের নিহত হওয়ার পর, পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেওয়া হয়েছে।
গতকাল ৬ ডিসেম্বর, শুক্রবার বিকেল ৩টার দিকে বিএসএফ আনোয়ার হোসেন (৪০) নামের ওই নিহত ব্যক্তির লাশ বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর থানার পুলিশকে দেওয়া হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তের কাছে, যেখানে বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন নিহত হন। নিহত বাংলাদেশি আনোয়ার হোসেন তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী এলাকার রফিকুল ইসলামের ছেলে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন কিছু বাংলাদেশি নাগরিকসহ ভারতে গরু আনতে গিয়েছিলেন। ফেরার পথে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন।
বিএসএফের দাবি, হামলা প্রতিরোধ করতে গিয়ে আত্মরক্ষার্থে তারা গুলি চালায়, এবং এই গুলিতেই আনোয়ার নিহত হন। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায় এবং দুটি চোরাচালানের গরু জব্দ করে।
এদিকে, বিজিবি সদস্যরা বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক শেষে প্রতিবাদ জানিয়ে লাশটি গ্রহণ করে এবং তা থানায় পাঠানো হয়। পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে, এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post