মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ার তামান দাগাং এলাকার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৯৩ জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গভীর রাতে পুত্রজায়া অভিবাসন বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালিত হয় “পিকেএনএস” নামে পরিচিত একটি অ্যাপার্টমেন্টে, যেখানে অবৈধ অভিবাসীদের বসবাসের অভিযোগ ছিল।
অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মধ্যরাতে শুরু হওয়া অভিযানে ১৮৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়।
এর মধ্যে ৯৩ জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল এবং পাকিস্তানের নাগরিক রয়েছেন। এমনকি আটককৃতদের মধ্যে চার মাস বয়সী একটি শিশুও রয়েছে।
আটকদের তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ধরনের নিয়মিত অভিযানে প্রবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষত, বৈধ নথি থাকা সত্ত্বেও অনেক সময় প্রবাসীদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post