ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা থেকে শুরু হয়ে এই লংমার্চে দলটির যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথভাবে অংশ নেবে।
লংমার্চের সুনির্দিষ্ট তারিখ ও ধরণ এখনও চূড়ান্ত হয়নি। তবে আজ এই তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে লংমার্চের এই সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, ঢাকা থেকে গাড়িবহর নিয়ে লংমার্চ শুরু হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত বিভিন্ন জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেবেন।
বিএনপি দাবি করছে, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদী কর্মকাণ্ড এবং সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টি উদ্বেগজনক হয়ে উঠেছে।
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর এবং জাতীয় পতাকার অবমাননার ঘটনাগুলোও বিএনপির নীতিনির্ধারকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
বিএনপির মতে, ভারতের সাম্প্রতিক কার্যক্রম কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের শামিল।
এসবের প্রতিবাদে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে তারা আগরতলা অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির এই কর্মসূচি ভারতের প্রতি তাদের অবস্থান এবং বর্তমান সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলনের ধারাবাহিকতারই একটি অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post