মালয়েশিয়ায় মসজিদ ‘সুরাও আল খায়ের’ একটি বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশন (ডিবিকেএল)।
শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজের আগ-মুহূর্তে আগামা ইসলাম’র উপস্থিতিতে কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি এলাকায় ১৩ বছর আগে গড়ে ওঠা মসজিদটি বন্ধ করে দেয় ডিবিকেএল।
জানা গেছে, ১৩ বছর আগে বাংলাদেশি ব্যবসায়ী হাজী কবির পাঞ্জেগানা নামাজ আদায়ের জন্য ‘সুরাও আল খায়ের’ মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন। এরপর প্রবাসীদের তত্ত্বাবধানে মালয়েশিয়ান মুদ্রায় প্রায় ৬০ হাজার রিঙ্গিত খরচ করে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটিতে প্রতিটি পাঞ্জেগানা নামাজে প্রায় ৬০০ থেকে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করতেন। এছাড়া জুমার নামাজে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রায় দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতেন।
মসজিদটির তত্ত্বাবধানে থাকা রাসেল রানা জানান, ডিবিকেএল জানিয়েছে, মসজিদটি সিটি করপোরেশনের জায়গায় নির্মাণ করা হয়েছে, যা মালয়েশিয়ার আইনের বহির্ভূত। এই কারণ দেখিয়ে মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post