আমিরাতের জাতীয় দিবসে বড় সুখবর

আমিরাতের জাতীয় দিবসে বড় সুখবর

Probash Time Whatsapp Channel

সোমবার আমিরাতের ৫৩ তম স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে ইতোমধ্যেই কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ফ্রি গাড়ি পার্কিং, মোবাইল ডাটা, ট্রাফিক জরিমানাতেও ছাড় পাচ্ছেন বাসিন্দারা। দিবসকে ঘিরে প্রতি বছরের মতো এবারও আমিরাতজুড়ে প্রায় ৫ হাজার ৫৯৬ জনের বেশি কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে আবুধাবির ২ হাজার ২৬৯, দুবাইয়ের ১ হাজার ১৬৯, আজমানে ৩০৪, ফুজাইরায় ১১৮, শারজায় ৬৮৩, রাস আল-খাইমাতে ১ হাজার ৫৩ এবং উম্ম আল-কাইওয়াইনের শাসক বহু সংখ্যক কয়েদিকে মুক্তির নির্দেশ দিয়েছেন।

৫৩ তম জাতীয় দিবস ঘিরে দেশটির সড়কে সড়কে জাতীয় পতাকার পাশাপাশি আলোকিত ফিফটি-থ্রি লেখা শোভা বাড়াচ্ছে। সাধারণত এই দিবসে মোটর র‍্যালি, বিমান মহড়া, ড্যান্সিং ঝরনা, আলোকসজ্জা, আতশবাজি, উঁচু ভবনে রং বেরঙের সাজ আর আলোর ঝলকানি চোখে পড়ে। স্কুল কলেজ, অফিস আদালত থেকে গাড়ি-বাড়ি ও হাইপার মার্কেটগুলোও সেজেছে নানা সাজে।

১৯৭১ সালের এই দিনে ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে সংযুক্ত আরব আমিরাত। এর উত্তরে পারস্য উপসাগর, দক্ষিণ ও পশ্চিমে সৌদি আরব, এবং পূর্বে ওমান ও ওমান উপসাগর।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
whatsappচ্যানেল ফলো করুন