ইতালির ভিসা নিয়ে শীঘ্রই আসছে সুখবর!

ইতালির ভিসা নিয়ে শীঘ্রই আসছে সুখবর!

Probash Time Whatsapp Channel

বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করতে এবং বিদ্যমান জটিলতা সমাধানের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। বুধবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পররাষ্ট্র সচিব অভিবাসী কর্মীদের আটকে থাকা ভিসা ইস্যু গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ভিসা প্রক্রিয়ায় বিলম্ব হলে নুলা ওস্তাস (কাজের ভিসা) মেয়াদোত্তীর্ণ বা বাতিল হওয়ার আশঙ্কা থাকে, যা ভিসা আবেদনকারীদের আর্থিক, সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।

ইতালির ভিসা নিয়ে শীঘ্রই আসছে সুখবর!

গত বছরের ২২ অক্টোবর পর্যন্ত ইস্যু করা বাংলাদেশি নাগরিকদের নুলা ওস্তাস ইতালির নতুন আইন অনুযায়ী স্থগিত রয়েছে। ইতালির রাষ্ট্রদূত জানান, নতুন আইন কার্যকর হওয়ার আগে যারা ভিসা আবেদন জমা দিয়েছেন, তাদের ভ্রমণ নথি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নুলা ওস্তার পুনঃপরীক্ষার দায়িত্ব ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের ওপর ন্যস্ত, যা দূতাবাসের এখতিয়ারভুক্ত নয়। ফলে মুলতুবি থাকা নুলা ওস্তার যাচাই প্রক্রিয়ায় দূতাবাস কোনো হস্তক্ষেপ করতে পারে না।

বাংলাদেশে গৃহীত কাজের ভিসা আবেদন এবং ইতালিতে ‘ফ্লো ডিক্রি’ বাস্তবায়নের বাধ্যতামূলক নিয়ন্ত্রণের কারণে কখনও কখনও ৯০ দিনেরও বেশি সময় লেগে যায়।

তবে রাষ্ট্রদূত আলেসান্দ্রো পররাষ্ট্র সচিবকে আশ্বস্ত করেছেন, তিনি ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নুলা ওস্তাসের পুনঃপরীক্ষার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানাবেন।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city