সৌদি আরবে ঈদুল ফিতর উপলক্ষ্যে বড় ছুটি ঘোষণা

সৌদি আরবে ঈদুল ফিতর

বেসরকারি খাতের কর্মীদের জন্য ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরবের মানবসম্পদ ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়। ৩০ মার্চ রোববার থেকে শুরু হওয়া চার দিনের এই ছুটি শেষ হবে ২ এপ্রিল বুধবার।

তবে ২৮ এবং ২৯ মার্চ শুক্র ও শনিবারের সরকারি ছুটি হওয়ায় অনানুষ্ঠানিকভাবে ছুটি আরও ২ দিন বাড়ছে। ফলে কর্মীরাও ঈদ উদযাপনের জন্য দীর্ঘ সময় পাবেন। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল অ্যারাবিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ঈদের ছুটি শেষ হলে আগামী ৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন কর্মীরা। এই ছুটি কার্যকর করতে ইতোমধ্যেই শ্রম আইনের ২৪ অনুচ্ছেদের- ২ এ বর্ণিত বিধিমালা মেনে চলার জন্য নিয়োগকর্তাদের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ঈদ উদযাপনে কর্মীরা যাতে যথাযথ বিশ্রাম এবং ছুটির সুবিধা পান তা নিশ্চিত করতে বলা হয়েছে।

এ বছর পহেলা মার্চ সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়। সৌদির জৌতির্বিদদের অনুমান বলছে, এ বছর রমজান মাস হতে পারে ২৯ দিনের। ফলে আগামী ৩০ ই মার্চ সৌদিতে ইদুল ফিতর পালিত হতে পারে।

 

আরও দেখুনঃ