প্রবাসীদের জন্য সুখবর: ভোটার তালিকায় নাম থাকলেই প্রক্সি ভোট, ঘোষণা নির্বাচন কমিশনের

প্রবাসীদের জন্য সুখবর: ভোটার তালিকায় নাম থাকলেই প্রক্সি ভোট, ঘোষণা নির্বাচন কমিশনের

এবার জাতীয় নির্বাচনে আর ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না প্রবাসে থাকা লক্ষ লক্ষ বাংলাদেশী নাগরিক। নির্বাচন কমিশনের (ইসি) নতুন ঘোষণা অনুযায়ী, ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন প্রক্সি ভোটের মাধ্যমে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, “যাদের নাম ভোটার তালিকায় রয়েছে, সেই সকল প্রবাসীরাই প্রক্সি ভোট দিতে পারবেন। এই বিষয়ে আমরা শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে বিস্তারিত আলোচনা শুরু করব।”

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার এই প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকরী করতে নির্বাচন কমিশন একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করবে। কমিশনার সানাউল্লাহ বলেন, “আমরা খুব শীঘ্রই একটি ওয়ার্কশপের আয়োজন করতে যাচ্ছি। যেখানে নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত সকল অংশীদারকে আমন্ত্রণ জানানো হবে। তাদের মতামত এবং পরামর্শের ভিত্তিতেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব। এরপর, রাজনৈতিক দলগুলোর সাথেও এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।”

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জটিলতা এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকায়, নির্বাচন কমিশন প্রক্সি ভোট পদ্ধতিকেই বেশি উপযোগী মনে করছে। এ বিষয়ে কমিশনার সানাউল্লাহ আরও জানান, “পোস্টাল ব্যালট ব্যবস্থা প্রবাসীদের ভোটদানের জন্য তেমন একটা কার্যকরী পদ্ধতি নয়। তাই আমরা প্রক্সি ভোট পদ্ধতির দিকেই বেশি জোর দিচ্ছি এবং এটিকে কার্যকর করার জন্য সুপারিশ করা হয়েছে।”

প্রক্সি ভোট প্রক্রিয়াকে সহজ করতে একটি বিশেষ অ্যাপস তৈরির পরিকল্পনাও রয়েছে নির্বাচন কমিশনের। এই অ্যাপসের মাধ্যমে প্রবাসীরা তাদের নাম নিবন্ধন করতে পারবেন এবং একইসাথে তাদের নমিনিও নির্বাচন করতে পারবেন। নির্বাচিত এই নমিনিই প্রবাসীর পক্ষে ভোট প্রদান করতে পারবেন।

প্রক্সি ভোট প্রক্রিয়া কতদিনের মধ্যে সম্পূর্ণরূপে চালু করা সম্ভব হবে, এমন প্রশ্নের জবাবে কমিশনার সানাউল্লাহ জানান, “আমরা আশা করছি আগামী ১৫ই এপ্রিলের মধ্যেই এই প্রক্রিয়ার উন্নয়ন এবং বাস্তবায়ন কতদিনের মধ্যে সম্ভব, তা জানাতে পারব।”

নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশী নাগরিকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে এবং গণতন্ত্রের পথে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city