ফরিদপুরের সালথা উপজেলায় ঘরের চালা কেটে ঢুকে চার বছরের এক শিশুকে জিম্মি করে প্রবাসী দুই ভাইয়ের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে প্রবাসী দুই ভাইয়ের মা শিউলী বেগম (৪০) সালথা থানায় অভিযোগ দায়ের করেন। এতে একই গ্রামের সাহেব মোল্যার দুই ছেলে হাফিজুর মোল্যা (৩৫) ও হাদি মোল্যার (২২) নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের প্রবাসী দুই ভাই ইয়াসিন ফকির ও রবিউল ফকিরের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আরও পড়ুন
দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থানরত এই দুই ভাইয়ের পরিবারকে স্থানীয় একটি চক্র চাঁদা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল।
ঘটনার রাতে ডাকাত দল ঘরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের জিম্মি করতে চার বছরের এক শিশুর গলায় চাকু ধরে ভয়ভীতি প্রদর্শন করে।
পরে তারা ঘরে থাকা নগদ চার লাখ টাকা, দুটি অ্যান্ড্রয়েড ফোন ও চার ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।