ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক সম্পর্কের জটিলতা নিরসনে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বুধবার ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিক্রম মিসরি আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ সরকারের সঙ্গে বার্ষিক পররাষ্ট্র আলোচনার উদ্দেশ্যে ঢাকায় আসবেন বলে আশা করা হচ্ছে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই কোনো শীর্ষ ভারতীয় কর্মকর্তার প্রথম বাংলাদেশ সফর।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ভারতে আশ্রয় নেওয়া এবং সাম্প্রতিক সময়ে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। দাসের গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সীমান্তবর্তী কয়েকটি রাজ্যে বিক্ষোভ চলছে।
এদিকে, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে।
আরও পড়ুন
গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মধ্যে বৈঠকে এই সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটি দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর প্রথম উচ্চপর্যায়ের আলোচনা হতে যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সফরের তারিখ ও কার্যসূচি চূড়ান্ত হলেও বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে যেকোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন ও বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই আলোচনা দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও প্রসারিত করতে সহায়ক হবে।
ভারতীয় পররাষ্ট্র সচিবের আসন্ন এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং আঞ্চলিক রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, উভয় পক্ষ কীভাবে এই আলোচনাকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সক্ষম হয়।