বাংলাদেশ কঠিন সময় পার করছে: ড. ইউনূস

বাংলাদেশ কঠিন সময় পার করছে: ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক এবং কৌশলগতভাবে কঠিন সময় পার করছে।

তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় অতীতের যেকোনো সময়ের চেয়ে দেশবাসীকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে।

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবদান আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত।

তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪-এর সফল সমাপ্তির জন্য অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান।

একইসঙ্গে তিনি এনডিসির উচ্চমানের পাঠ্যক্রমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকায় সন্তোষ প্রকাশ করেন।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণ করেছেন মোট ৯৫ জন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬ জন, বেসামরিক প্রশাসনের ১৬ জন এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশের ৩৩ জন সদস্য।

অন্যদিকে, আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৫ জন সদস্য সফলতার সঙ্গে অংশগ্রহণ করেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize