বিমানবন্দরে র‍্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি

বিমানবন্দরে র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

র‌্যাব ও পুলিশের পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত এক প্রবাসীর মালামাল ছিনিয়ে নেওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৭-৭৪১৮)ও জব্দ করা হয়।

এপিবিএন সূত্র জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দরের ক্যানোপি এলাকার বাইরে মো. নাজমুল নামে একজনের কাছ থেকে তারা মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এরপর তাদের বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে তুলে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, আটক চার ব্যক্তির মধ্যে দুজন সেনাবাহিনীর সদস্য এবং বর্তমানে র‌্যাবে কর্মরত। অন্য একজন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য এবং শেষজন নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দিয়েছেন।

বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। থানার পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় যাত্রীদের মালামাল ছিনতাইয়ের একই কৌশল অবলম্বন করে আসছিল।

 

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize