নাজমুল হাসান পাপন স্ত্রীসহ লন্ডনে

নাজমুল হাসান পাপন স্ত্রীসহ লন্ডনে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া গেছে লন্ডনে। সেখানকার বাঙালি একটি রেস্টুরেন্টের সিঁড়িতে বসে থাকার ছবি পাওয়া গেছে।

রেস্টুরেন্টের সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া ছবিতে দেখা যায়, পাপন কালো শার্ট ও প্যান্ট পরিহিত অবস্থায় স্ত্রীর পাশে বসে আছেন। তার স্ত্রীর পরনে সাদা প্রিন্টের সালোয়ার কামিজ ও কালো ওড়না ছিল। জানা গেছে, ওই রেস্টুরেন্টটি একজন প্রবাসী বাংলাদেশির। যিনি পাপনেরই বেশ ঘনিষ্ঠ। তিনি সস্ত্রীক সেখানে খাবার কিনতে গেলে তাকে অপেক্ষা করতে হয় ডাউনস্টেয়ারে। পরে সেখানকার একজন বাংলাদেশি কর্মচারী সিসিটিভির ফুটেজ থেকে তাদের বসে থাকার মুহূর্ত সংগ্রহ করে ঢাকায় পাঠান বন্ধুর কাছে।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি পাপনকে। এমনকি ক্রিকেট বোর্ড থেকে তাকে বারবার নোটিশ দেওয়া হলেও তিনি তার কোনো জবাব দেননি। এতে সবার মনে এখন প্রশ্ন পাপন কোথায়? পাপনের জাতীয় সংসদের পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের আগপর্যন্ত তিনি ছিলেন বৈধ সভাপতি। যে কারণে সংসদ সদস্য পদ বিলুপ্ত হলেও তার সভাপতির পর বহাল ছিল।

পাপনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দুই সপ্তাহ আগেই পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি সস্ত্রীক দেশত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পাপন। কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বেও ছিলেন পাপন। বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। পরদিন ভেঙে দেওয়া হয় সংসদ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post