সাড়ে ৮ বছর আগে কবর দেওয়া ব্যক্তির মরদেহ আজও অক্ষত!

Bvnews 24 ded 2409231435

সাতক্ষীরার শ্যামনগরে মসজিদ সংস্কারের জন্য মাটি খুঁড়তেই বেরিয়ে এলো সাড়ে ৮ বছর আগে কবর দেওয়া এক ব্যক্তির অক্ষত মরদেহ। সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ ছোটকুপট (যোগিন্দ্রনগর) মসজিদ প্রাঙ্গণে এই খনন কাজ চলছিল।
ওই ব্যক্তির নাম আব্দুল গণি। তিনি ওই গ্রামের মৃত শামসুদ্দিন গাজীর ছেলে।

আব্দুল গনির ছেলে আবু সুফিয়ান বলেন, ২০১৬ সালের ৭ মার্চ আমার বাবা মারা যান। সেসময় মসজিদের পাশেই বাবাকে দাফন করা হয়। কিছুদিন আগে মসজিদটি সংস্কার করার জন্য মসজিদের পাশে থাকা বাবার কবরসহ আরও একটি কবর স্থানান্তরের প্রস্তাব দেয় মসজিদ কমিটি। তাতে আমরা রাজি হয়ে সোমবার সকালে কবর স্থানান্তরের জন্য খোড়া শুরু হয়। এসময় বাবার কবরের ভেতরে তার মরদেহটি অক্ষত পাওয়া যায়। পরে স্থানীয় আলেমদের সঙ্গে পরামর্শ করে নতুন করে কবর খুঁড়ে জানাজা ছাড়াই দাফন করা হয়েছে।
তাঁর পিতা আব্দুল গনি ইসলামী অনুশাসন মেনে চলতেন বলে জানান তিনি।

হাম্মাদিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মাউসুফ সিদ্দিকী বলেন, অক্ষত মরদেহ পাওয়ার বিষয়ে অনেক খবর আমরা পাই। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, ‘যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তারা জীবিত এবং কবরে আল্লাহ তাদের রিজিক দেন।’ তাই এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post