বাংলাদেশের শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। সরকার সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
এবার থেকে এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনার দায়িত্ব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)দের উপর ন্যস্ত করা হয়েছে।
যদিও কমিটির অন্যান্য সদস্যরা আগের মতোই থাকবেন। আজ (মঙ্গলবার) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জহিরুল ইসলাম বলেন, দেশের সব বেসরকারি স্কুল কলেজের গভর্নিং বডির সভাপতিকে অপসারণ করা হয়েছে।
আরও পড়ুন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের পদ থেকে অপসারণ করা হয়েছে। এই পদে এখন উপজেলা, জেলা এবং বিভাগীয় প্রশাসনের প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। এই পরিবর্তনের ফলে বেসরকারি শিক্ষা খাতে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
