দেশের সব জেলার ডিসিকে প্রত্যাহার

দেশের সব জেলার ডিসিকে প্রত্যাহার

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশের সকল জেলা প্রশাসককে (ডিসি) তাদের পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আজ মঙ্গলবারের মধ্যে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারসহ এসএসবির একাধিক সদস্য।

এর আগে ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়র রয়েছেন।

এছাড়া ৯৮৮ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post