রাজধানীর কাকরাইল মোড়ে তিন দফা দাবিতে অবস্থান নেওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরিয়ে দিতে সোমবার দুপুরে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র দিকে পদযাত্রা শুরুর পর কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথরোধ করে এ অভিযান চালায়।
সকালে আন্দোলনকারীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। দুপুর ১২টার দিকে তারা যমুনার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে পুলিশের বাধার মুখে পড়েন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে— ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত দায়ীদের বিচারের দাবি, দীর্ঘ ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নামটি পুনর্বহালের আহ্বান।
আরও পড়ুন
তারা জানান, এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। বেলা ১১টার পর পদযাত্রার ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশি বাধায় কর্মসূচিতে বিঘ্ন ঘটে।
পুলিশ বলছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীরা দাবি করেছেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিতভাবে হামলা চালানো হয়, যা অনাকাঙ্ক্ষিত ও অগণতান্ত্রিক। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।