লন্ডন যাচ্ছে শেখ হাসিনা?

Pm 4 1550722571018

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যাতে দাবি করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি হয়ে লন্ডন যাচ্ছেন। ভিডিওতে ভারতের সংবাদমাধ্যম ‘রিপাবলিক বাংলা’-র লোগো সংযুক্ত রয়েছে এবং তাতে দেখা যায়, একটি হেলিকপ্টার আকাশে উড়ছে বলে দাবি করা হচ্ছে সেটি শেখ হাসিনাকে বহন করছে।

ভাইরাল হওয়া ভিডিওতে বলা হয়, শেখ হাসিনার সরকার ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর তিনি সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন এবং সেখান থেকে তাঁর গন্তব্য লন্ডন। একইসঙ্গে ঢাকার কিছু বিশৃঙ্খল পরিস্থিতির ফুটেজ দেখিয়ে তা ‘সাম্প্রতিক সময়ের’ উল্লেখ করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়।

Image 202612 1751819027

তবে ৬ জুলাই রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি পুরনো এবং এতে দেখানো দৃশ্য সাম্প্রতিক সময়ের নয়। আসলে ভিডিওটি ২০২৩ সালের আগস্টে তৈরি এবং কোনো নির্ভরযোগ্য সূত্র বা প্রমাণ নেই যা দ্বারা প্রমাণ করা যায় যে শেখ হাসিনা লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

আলোচিত ভিডিও পর্যবেক্ষণে রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে ৫ আগস্ট ২০২৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় যার শিরোনাম ছিল “দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনা।” ভাইরাল হওয়া ক্লিপটি ওই প্রতিবেদনেরই অংশবিশেষ। এতে দাবি করা হয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন, যা তখনও যাচাইযোগ্য কোনো তথ্যের ভিত্তিতে নয় বরং অনুমাননির্ভর।

এছাড়া, ৫ আগস্ট কিংবা তার পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডনে যাওয়ার কোনো নিশ্চয়তাসম্পন্ন তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ খবর অনুযায়ী, তিনি ভারতে অবস্থান করছেন। অতএব, ভাইরাল হওয়া ভিডিওটি বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize