রাজধানীর ধানমন্ডিতে ছাত্র আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে নোয়াখালীর তরুণী নাছিমা আক্তারের (২৪) মৃত্যুর ঘটনায় এক বছর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। রোববার (৬ জুলাই) মামলাটি দায়ের করেন নিহতের ভাই হেলাল উদ্দিন সোলায়মান।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এছাড়াও ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
ঘটনার বিস্তারিত এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১৯ জুলাই বিকেলে ধানমন্ডি ১ নম্বর সড়কের একটি ১০ তলা ভবনের ছাদে নিহত নাছিমা আক্তার ও তার ভাইয়ের ছেলে আইমান অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ আকাশে হেলিকপ্টার ও ড্রোন উড়তে দেখা যায়। কিছুক্ষণ পরই ছোঁড়া গুলিতে প্রথমে আইমান আহত হন এবং সেই গুলিই তার বোন নাছিমার মুখ দিয়ে গলায় গিয়ে আটকে যায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হলে পরদিন মারা যান নাছিমা।
নাছিমার ভাই হেলাল উদ্দিন জানান, তিনি স্পেনে অবস্থান করায় শুরুতে যোগাযোগ করতে পারেননি। পরে জানতে পারেন, বোনকে আইসিইউতে নেওয়া হয়েছিল এবং এক রাত মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি মারা যান। আর আহত আইমান ১৫ দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমা জানান, মামলার কপি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নিহত নাছিমার পরিবার এখন সঠিক বিচার প্রত্যাশা করছে।