জুনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪ হাজার কোটি টাকার বেশি

Remittances worth over tk 34,000 crore arrived in the country in june

সদ্যসমাপ্ত জুন মাসে প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ২৮২ কোটি ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১২৩ টাকা বিনিময় হারে প্রায় ৩৪ হাজার কোটি টাকার বেশি। প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জুনের ৩০ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬২ কোটি ৮১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৪০ কোটি ৬২ লাখ ডলার এবং বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সবচেয়ে বেশি—১৭৮ কোটি ৭ লাখ ডলার।

তবে জুন মাসজুড়ে ৮টি ব্যাংকের মাধ্যমে এক টাকাও রেমিট্যান্স আসেনি। এই তালিকায় রয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি এবং ২টি বিদেশি ব্যাংক।

রেমিট্যান্স শূন্য এসব ব্যাংকের মধ্যে রয়েছে: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এর আগে, চলতি বছরের মার্চ মাসে দেশে এক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলারের রেমিট্যান্স আসে। এরপর এপ্রিল এবং মে মাসেও রেমিট্যান্সের ধারা অব্যাহত ছিল, যার মধ্যে মে মাসে আসে ২৯৭ কোটি ডলার—যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই ধারাবাহিকতা জুন মাসেও বজায় থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা ফিরেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize