আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল

Procession with symbolic coffin of legal advisor

জুলাই গণহত্যার বিচার কার্যক্রমে অগ্রগতি না থাকায় এবং আইন উপদেষ্টার নিষ্ক্রিয় ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ রিপাবলিক পার্টি। শনিবার (৫ জুলাই) বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি প্রতীকী কফিন মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত যায়।

মিছিল চলাকালে বক্তারা অভিযোগ করেন, এক বছর পেরিয়ে গেলেও আলোচিত জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। তারা বলেন, আন্দোলনের সময় যেসব উপদেষ্টা আওয়ামী লীগের বিচারের দাবিতে সরব ছিলেন, এখন তারা কার্যত নিশ্চুপ হয়ে পড়েছেন।

দলটির নেতারা আরও জানান, বিচার কার্যক্রম স্থবির থাকায় জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিচারকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার না করে যথাযথ প্রক্রিয়ায় তা দ্রুত সম্পন্ন করার দাবি জানান তারা।

বক্তারা সরকারের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগে যেন কোনো নির্বাচন কার্যক্রমে যাওয়া না হয়।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, চলতি মাসের মধ্যেই যদি ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ না করা হয়, তবে দলটি আরও কঠোর কর্মসূচির পথে যাবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize