হজ পালন শেষে দেশে ফিরেই বিমানবন্দরে আ.লীগ নেতা আটক

Al leader detained at airport after returning home after hajj

সৌদি আরবে হজ পালন শেষে দেশে ফিরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হক। শুক্রবার (৪ জুলাই) সকালে ফিরতি ফ্লাইটে অবতরণের পর তাকে বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী আটক করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, তাকে আটক করে প্রথমে বিমানবন্দর থানা হেফাজতে নেওয়া হয়। পরে তাকে হস্তান্তর করা হয় বিয়ানীবাজার থানার পুলিশের কাছে।

কামরুল হকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। পেশাগতভাবে তিনি একজন ট্রাভেলস ব্যবসায়ী। ঢাকায় দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দলীয়ভাবে তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে আটক হওয়ার পর কামরুল হককে বিমানবন্দর থানায় আনা হয়। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি থাকার কারণে তাকে সেখানকার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটকের ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize