সারজিসের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধার নিয়ে যা জানা গেল

3 bags of money recovered from sarjis' friend's house!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধার করা হয়েছে। ভিডিওটির বর্ণনায় বলা হয়, ঈদের পর দলের প্রচারণার খরচের জন্য এ অর্থ সারজিস আলমের কাছে রাখা হয়েছিল।

তবে ভিডিওটি যাচাই করে ভিন্ন তথ্য দিয়েছে তথ্য যাচাইকারী সংস্থা ‘রিউমর স্ক্যানার’। তাদের দাবি, ভিডিওটির প্রকৃত উৎস ভিন্ন এবং সারজিস আলমের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

Image 202228 1751699264

‘রিউমর স্ক্যানার’ জানায়, ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানের সময় ধারণ করা। ভিডিওতে যে টাকা ও অভিযানের দৃশ্য দেখা গেছে, তা ২০২৫ সালের ৪ জুন সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে ২ কোটি ৪৫ লাখ টাকা উদ্ধারের সময় ধারণ করা হয়। ওই অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল।

তথ্য যাচাইয়ে আরও বলা হয়, ভিডিওটি উদ্দেশ্যমূলকভাবে সম্পাদনা করে সারজিস আলমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, তাকে সরকারের উপদেষ্টা বলেও উল্লেখ করা হয়েছে, যা সত্য নয়। সারজিস আলম জাতীয় নাগরিক পার্টির সংগঠক হলেও কোনো সরকারি পদে নেই।

বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও ভুয়া তথ্য প্রচার একটি উদ্বেগজনক প্রবণতা হয়ে উঠছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা রাজনৈতিক ও সামাজিক বিভাজন বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে ভিডিও বা তথ্য যাচাই করে তবেই তা শেয়ার করার আহ্বান জানিয়েছেন তারা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize