যশোরের বেনাপোল স্থলবন্দরে একটি ব্যাগ থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা। এসব পাসপোর্টে সাইবেরিয়ান ভিসা লাগানো রয়েছে। ঘটনায় আটক করা হয়েছে ভারতের চকরিয়া উপজেলার ভেওলা গ্রামের বাসিন্দা এবং সৌদি আরবে কর্মরত ভারতীয় ট্রাকচালক বেচারাম প্রামাণিককে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
বন্দর কর্তৃপক্ষের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয় এবং সন্দেহভাজন বেচারাম বাংলাদেশে প্রবেশের পর তার ব্যাগ তল্লাশি করে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়। প্রত্যেকটি পাসপোর্টেই রয়েছে সার্বিয়ার ভিসা, যা ২৪ জুন তারিখে লাগানো। ধারণা করা হচ্ছে, ইউরোপের কোনো দেশে অবৈধ প্রবেশের উদ্দেশ্যে এসব ভিসা সংগ্রহ করা হয়েছিল।
জব্দকৃত পাসপোর্টগুলোর মালিকরা দেশের ১৪টি জেলার বাসিন্দা। তাদের মধ্যে আছেন চাঁদপুর, নোয়াখালী, কিশোরগঞ্জ, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, গাজীপুর, মানিকগঞ্জ, ফেনী ও নরসিংদী জেলার নাগরিকরা। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এই ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ মানব পাচারচক্র, অপরাধী সংগঠন বা রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলার গোয়েন্দা বিভাগকে প্রয়োজনীয় তথ্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া জানিয়েছেন, ভারতীয় এক আদম পাচারকারী সাইবেরিয়ার হাইকমিশন থেকে এসব ভিসা সংগ্রহ করে পাসপোর্টগুলো ট্রাকচালক বেচারামের মাধ্যমে বাংলাদেশে পাঠান। আটক ট্রাকচালক মূলত বাহক হিসেবে কাজ করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার যশোর আদালতে পাঠানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মানব পাচারের এ ধরনের নতুন কৌশল উদ্বেগজনক। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতায় তদন্ত জোরদার করে চক্রটির মূল হোতাদের শনাক্ত ও বিচারের আওতায় আনার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।