বিমানে যান্ত্রিক ত্রুটি, চট্টগ্রাম এয়ারপোর্টের রানওয়ে ২ঘন্টা বন্ধ

Plane malfunction causes runway at chittagong airport to be closed for 2 hours

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের মদিনা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রানওয়েতে আটকে পড়েছে। বিজি-১৩৮ নামের ফ্লাইটটি আজ সকালে অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়ের মাঝপথেই থেমে যায়। এতে ওই সময় অন্য ফ্লাইটের ওঠানামায় বিঘ্ন ঘটে।

উড়োজাহাজটিতে প্রায় ৪০০ হজযাত্রী ও প্রবাসী যাত্রী ছিলেন। যাত্রীদের একজন দোস্ত মোহাম্মদ জানান, বিমানটি শুক্রবার রাত সাড়ে ১১টায় মদিনা থেকে উড্ডয়ন করে এবং শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছায়। তবে অবতরণের সময় প্রবল বৃষ্টিপাত চলছিল। ইউটার্ন নেওয়ার সময় ফ্লাইটটি রানওয়ের মাঝখানে আটকে যায়, ফলে যাত্রীদের দীর্ঘ সময় বসে থাকতে হয়।

Whatsapp image 2025 07 05 at 11

চট্টগ্রাম বিমানবন্দরের মুখপাত্র ও প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, রানওয়ের ২৩ নম্বর প্রান্তে উড়োজাহাজটি যান্ত্রিক সমস্যায় পড়ে যায়। বিমানের প্রযুক্তি বিভাগ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং ফ্লাইটটি সরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

ঘটনার পর থেকে অন্যান্য ফ্লাইটের চলাচলে সাময়িক বিলম্ব দেখা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট টিম দ্রুত কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা এবং স্বস্তি নিশ্চিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটি বড় ধরনের নয়, তবে যান্ত্রিক জটিলতা ও আবহাওয়াজনিত কারণে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize