ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের সময় ইরানে আটকা পড়া ২৮ জন বাংলাদেশি নিরাপদে দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ফেরত আসা এসব বাংলাদেশি ইরান থেকে সড়কপথে পাকিস্তানে গিয়ে সেখান থেকে দুবাই হয়ে দেশে ফিরে আসেন। ফেরার পর তারা সাংবাদিকদের কাছে তুলে ধরেন যুদ্ধের অভিজ্ঞতা ও আতঙ্কের সেই কঠিন সময়ের কথা।
রাজধানীর গুলশানের বাসিন্দা সালেক আহমেদ জানান, তিনি চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে গত ৬ জুন পরিবারসহ তেহরানে যান। ১৩ জুন দেশে ফেরার কথা থাকলেও, ওইদিনই ইসরায়েলের বিমান হামলা শুরু হয়, ফলে তারা তেহরানে আটকে পড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় অবশেষে তিনি পরিবারসহ দেশে ফিরতে সক্ষম হন।
আরও পড়ুন
সালেক আহমেদের সঙ্গে আরও ২৭ জন বাংলাদেশিও দেশে ফেরেন। তারা সবাই বিভিন্ন কাজে ইরানে অবস্থান করছিলেন। দেশে ফিরে সবাই যুদ্ধের আতঙ্ক, নিরাপত্তাহীনতা ও সীমিত যাতায়াতের অভিজ্ঞতা শেয়ার করেন। প্রিয়জনদের ফিরে পেয়ে স্বজনদের চোখে জল এসে পড়ে। তারা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, বেসামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে সংঘাত শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়, যার সুযোগে বাংলাদেশিরা দেশটিকে ত্যাগ করতে সক্ষম হন।