রেমিট্যান্স প্রবাহে গতি, জুনের ২৮ দিনে এসেছে ২৫৩ কোটি ডলার

Expatriates sent $2.54 billion home in 4 weeks of june

চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন ২৫৩ কোটি ৯২ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ হাজার ২৩২ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)। প্রতিদিন গড়ে ৯ কোটি ৭ লাখ ডলার করে রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে জানানো হয়, এই সময়ের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৪ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ৩৬ কোটি ১২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে সর্বোচ্চ ১৬১ কোটি ৬১ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৩ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, জুনের শেষ সপ্তাহে (২২-২৮ জুন) প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৫ কোটি ডলার। এর আগের সপ্তাহে (১৫-২১ জুন) এসেছে ৮০ কোটি ডলার এবং ৮-১৪ জুন সময়ে এসেছে ৩০ কোটি ডলার। জুনের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছিল ৮৮ কোটি ডলার।

এদিকে, মে মাসে দেশে এসেছে ২৯৬ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স, যা এক মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ৩২৮ কোটি ৯৯ লাখ ডলার। সেই তুলনায় জুনে রেমিট্যান্স প্রবাহ খানিকটা কম হলেও তা এখনও শক্তিশালী অবস্থানে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, প্রবাসী আয়ের এ ধারাবাহিকতা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও টাকায় স্থিতিশীলতা আনতে রেমিট্যান্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize