জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে পদযাত্রা ও ইশতেহার পাঠের উদ্যোগ

Initiative to march and read manifesto to implement july declaration

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ইশতেহার পাঠ করবে বলে ঘোষণা দিয়েছে। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

নাহিদ ইসলাম জানান, ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারাদেশে ৬৪ জেলায় ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শিরোনামে এই কর্মসূচি শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে, যা পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা ঘুরে দেখাবে নতুন রাষ্ট্র পুনর্গঠনের বার্তা।

তিনি বলেন, “১৬ জুলাই, যেদিন শহীদ আবু সাঈদ নিহত হন, সেই দিন থেকে শুরু হওয়া শহীদদের মিছিলকে আমরা ‘বৈষম্য-বিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করব। সারা দেশে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে।”

এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, সরকার আগে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণার পাশাপাশি ৩ আগস্টে শহীদ মিনারে একদফা কর্মসূচির কথা বলেছিল। কিন্তু নির্ধারিত ৩০ কার্যদিবস পেরিয়ে গেলেও সরকার জুলাই ঘোষণাপত্র দেয়নি এবং কোনো উদ্যোগও নেয়নি। “জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানে স্বীকৃতি ও শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা করতেই আমরা নিজেরাই জনগণকে সঙ্গে নিয়ে এই ঘোষণাপত্র পাঠ করব।”

তিনি আরও জানান, ৫ আগস্ট ‘ছাত্র-জনতার মুক্তি দিবস’ হিসেবে পালিত হবে। এ লক্ষ্যে ‘জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে এবং এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই কর্মসূচির মধ্য দিয়ে এনসিপি সরকার ও জনগণের মধ্যে ঐকমত্যের অভাবের প্রশ্নে সরব হয়ে নতুন রাষ্ট্রিক কাঠামোর দাবি জোরদার করতে চায় বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize