জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আ.লীগ নেতা

Al leader seeks votes for jamaat candidate

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জামায়াতের এমপি প্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে প্রকাশ্যে ভোট চাওয়ায় আলোচনায় এসেছেন আওয়ামী লীগের এক নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উত্তর রণিখাই ইউনিয়নের বেকিমোড়া পাড় এলাকায় অনুষ্ঠিত এক বৈঠকে কালা মিয়া নামের ওই নেতা জামায়াত প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাচ্ছেন।

জানা গেছে, কালা মিয়া উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত ২৬ জুন বিকেলে অনুষ্ঠিত সভায় জামায়াতের সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনের প্রার্থী জয়নাল আবেদীনের পাশে বসেই বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে বলেন, “আমরা চাই জামায়াত ফিফটি ভোট পাক, বিএনপি ফিফটি পাক। তারা আগে পায়নি, এবার যেন পায়।”

তিনি আরও বলেন, “আমাদের চেয়ারম্যান সাহেব (জয়নাল) যদি এবার এমপি নির্বাচিত হন, তাহলে এলাকার মানুষ উপকৃত হবে। আর যদি না-ও পারেন, এমপি প্রার্থী হিসেবে সম্মান পাবেন।” এ সময় কালা মিয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কালা মিয়া জানান, তিনি নিজে ভোট চাননি, শুধু মাত্র আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন। বলেন, “আমরা নির্যাতনের শিকার, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। তাই জয়নাল ভাইকে বলেছি, আপনি যদি সঠিক বিচার করতে পারেন, তাহলে জামায়াতকে ভোট দেব।” সেই সঙ্গে তিনি জানান, জামায়াতে যোগদানেরও আগ্রহ রয়েছে তার।

এদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান বলেন, তিনি নিজের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেখানে অনেকেই বক্তব্য দেন। তবে কালা মিয়া জামায়াতে আনুষ্ঠানিকভাবে যোগ দেননি বলেও জানান তিনি। জামায়াত প্রার্থী জয়নাল আবেদীন এ বিষয়ে কোনো মন্তব্য না করায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize