পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি আরবপ্রবাসী এক তরুণকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ছাত্রদল নেতা নাঈম হোসেন ওরফে তাজ নাঈম (২৬) বাগেরহাটের শরণখোলা উপজেলার শাহ আলমের ছেলে এবং মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ভুক্তভোগী প্রবাসী রিয়াজুল ইসলাম রণি উপজেলার পাঁচশতকুড়া গ্রামের বাসিন্দা। তিনি চার বছর ধরে সৌদি আরবে রয়েছেন। সম্প্রতি পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বিগ্ন হয়ে পড়েন। ২৪ জুন রিয়াজুলের আত্মীয় আল আমীনের মোবাইল নম্বরে একটি কল আসে। ফোনে বলা হয়, রিয়াজুলকে আটক রাখা হয়েছে এবং তাকে মুক্তি দিতে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। এ সময় একটি বিকাশ নম্বরও দেওয়া হয়।
রিয়াজুলের পরিবার প্রথমে ২০ হাজার টাকা পাঠায় এবং বাকি অর্থের জন্য সময় চায়। পরে তারা বিষয়টি থানায় জানায়। প্রবাসীর দুলাভাই ইসমাইল আকন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিকাশ নম্বরটির সঙ্গে ছাত্রদল নেতা নাঈম হোসেনের সম্পৃক্ততা শনাক্ত করে।
আরও পড়ুন
বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, এখনও কোনো লিখিত অভিযোগ পায়নি তারা, তবে প্রবাসী রিয়াজুলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযুক্ত নাঈমকে তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।