প্রবাসী হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

Image 560706 1751032969

মাদারীপুরের রাজৈরে বহুল আলোচিত ইতালি প্রবাসী হালিম খান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।

তিনি জানান, গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর থানার পূর্ব রসুলপুরের একটি বাসায় অভিযান চালিয়ে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ দল দুই আসামিকে আটক করে। পরে তাদের রাজৈর থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন নিহত হালিম খানের শ্যালক সবুজ চৌকিদার (৩০) ও সবুজের স্ত্রী মোসা. আরিফা (২৫)। মামলায় সবুজ ২ নম্বর ও আরিফা ৫ নম্বর আসামি।

র‍্যাব জানায়, প্রায় পাঁচ বছর আগে হালিম খান দ্বিতীয়বারের মতো বিয়ে করেন রাজৈরের রাজোন্দি দ্বারাদিয়া গ্রামের সামাদ চৌকিদারের মেয়ে রেশমা বেগমকে। এরপর জীবিকার তাগিদে তিনি ইতালিতে পাড়ি জমান। চলতি বছরের ১০ মার্চ দেশে ফিরে শ্বশুরবাড়িতে উঠেন হালিম।

দেশে ফেরার পর প্রবাস থেকে পাঠানো অর্থের হিসাব নিয়ে স্ত্রীর পরিবারের সঙ্গে হালিমের বিরোধ শুরু হয়। ২৪ জুন রাতে এই বিরোধের জেরে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়, যা এক পর্যায়ে মারধরে রূপ নেয়। গুরুতর আহত হালিমকে ভোর রাতে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল রাজ্জাক খান বাদী হয়ে রাজৈর থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওসি মাসুদ খান জানান, গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তদন্ত অব্যাহত রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize