উড্ডয়নের পর ইঞ্জিনে ত্রুটি, ঢাকায় ফিরে এলো বিমানের ফ্লাইট

Biman flight returns to dhaka after engine failure after takeoff

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটটি প্রায় ২,৫০০ ফুট উচ্চতায় পৌঁছেই ফের বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।

শুক্রবার (২৭ জুন) সকালে বিজি-৫৮৪ নম্বর ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাহমুদুল হাসান মাসুন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফ্লাইটটি সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে এবং ৮টা ৫৯ মিনিটে নিরাপদে অবতরণ করে।

বিমানে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন, যাঁরা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন বলে জানানো হয়। বিমানটি অবতরণের পর ১৪ নম্বর বে-তে পার্ক করা হয়। প্রাথমিকভাবে ইঞ্জিন সমস্যার কারণ হিসেবে ‘বার্ড স্ট্রাইক’ সন্দেহ করা হলেও রানওয়ে পরিদর্শনে কোনো পাখি বা অন্য বস্তু পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়োজাহাজটির কারিগরি পর্যালোচনা চলছে। চূড়ান্ত মূল্যায়নের পর ফ্লাইট পুনরায় পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize