বেবিচক চেয়ারম্যানকে প্রত্যাহার

The unscrupulous chairman was withdrawn

সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে কক্সবাজারে অবস্থানকালে হঠাৎ করেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক। তবে তাঁর প্রত্যাহারের নির্দিষ্ট কোনো কারণ এখনো প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি।

প্রসঙ্গত, প্রত্যাহারের সময় মঞ্জুর কবীর ভুঁইয়া কক্সবাজারে তথ্য অধিকার সংক্রান্ত একটি দিনব্যাপী কর্মশালায় অংশ নিচ্ছিলেন। কর্মশালায় উপস্থিত থাকার পাশাপাশি তিনি বিমানবন্দরের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শন করেন।

বেবিচকের চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্বকালে কক্সবাজারসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলছিল। হঠাৎ এই পরিবর্তন নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা চলছে।

এদিকে, বেবিচকের পরবর্তী চেয়ারম্যান কে হচ্ছেন বা তাঁর বদলির পেছনে কোনো বিশেষ প্রশাসনিক সিদ্ধান্ত রয়েছে কি না—সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize