ইরান থেকে দেশে ফিরতে চান ২৫০ বাংলাদেশি প্রবাসী

250 bangladeshi expatriates want to return home from iran

ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতে বাংলাদেশ সরকারের উদ্যোগে সেখানে অবস্থানরত নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ২৫০ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নিবন্ধন করেছেন। প্রথম দফায় নারী, শিশু ও চিকিৎসার জন্য ইরানে অবস্থানকারী ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে ৯০ জন বাংলাদেশিকে পাকিস্তানের তাফতান সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। এ সংক্রান্ত তথ্য পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ফেরত যাত্রীদের যাত্রাপথ, পরিবহন ও খাবারের ব্যবস্থা প্রস্তুত রাখা হচ্ছে।

জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাহ আসিফ রহমান জানান, তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দলকে আগামী সপ্তাহে দেশে আনার প্রস্তুতি চলছে। তিনি বলেন, “যারা ইরান থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে চান, তাদের জন্য সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা নিশ্চিত করবে। পার্শ্ববর্তী দেশগুলোর সমন্বয়ে এই প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে।”

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশিরা প্রথমে তাফতান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন, সেখান থেকে করাচি হয়ে দুবাই ট্রানজিট গ্রহণ করে ঢাকায় পৌঁছানো হবে। তবে পরিস্থিতির উপর নির্ভর করে বিকল্প রুটের ব্যবস্থাও বিবেচনায় রাখা হয়েছে।

দেশে ফেরার বিষয়ে সহায়তার জন্য বাংলাদেশ দূতাবাস, তেহরান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের জন্য নির্ধারিত হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে: তেহরান দূতাবাস: +৯৮৯৯০৮৫৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা: +৮৮০১৭১২০১২৮৪৭।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize