পরকীয়া ও স্বর্ণ চুরির মামলায় প্রবাসীর স্ত্রী ও প্রেমিক গ্রেফতার

Expatriate's wife and boyfriend arrested in adultery and gold theft case

ঝালকাঠির নলছিটি উপজেলায় পরকীয়া সম্পর্ক ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে এক প্রবাসীর স্ত্রী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) নলছিটি থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।

গ্রেফতার হওয়া দুইজন হলেন— উপজেলার পূর্ব কয়াবাজার এলাকার আ. ছালাম হাওলাদারের মেয়ে নাছরিন আক্তার (২৩) এবং একই এলাকার মো. এমাদুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে প্রবাসীর অনুপস্থিতিতে অনৈতিক সম্পর্ক এবং চুরির অভিযোগ রয়েছে।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল হোসেন জানান, রোববার (২২ জুন) দুপুরে আটক দুই আসামিকে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী কাতারপ্রবাসী গোলাম রাব্বি মোল্লা অভিযোগ করেন, তার অনুপস্থিতিতে স্ত্রী নাছরিন পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং প্রেমিককে বাড়িতে এনে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যান। বিষয়টি জানার পর তিনি আদালতে মামলা দায়ের করেন।

ঘটনার পর তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize