চাদাঁ না পেয়ে বন্দুক উঁচিয়ে প্রবাসীকে গুলির হুমকি বিএনপি নেতার

Bnp leader threatens to shoot expatriate at gunpoint over lack of funds

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চাঁদা না পেয়ে প্রবাসীকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে। সাদিপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। সৌদি প্রবাসী সোহরাব হোসেন ওইদিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহরাব হোসেন সম্প্রতি তার বাড়ির পাশের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন। এরপর বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। প্রবাসী সোহরাব চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং বন্দুক তাক করে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।

এ সময় সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনায় অভিযুক্তদের মধ্যে শাহজাহানের সঙ্গে আরও ১০-১২ জন ছিল বলে জানান ভুক্তভোগী।

অন্যদিকে অভিযুক্ত শাহজাহান ভূঁইয়া দাবি করেন, “পুকুর সংস্কারের নামে আমার গাছপালা কেটে ফেলা হয়েছে। বাধা দিতে গেলে আমি নিজেই মারধরের শিকার হই। আমার বৈধ বন্দুক পরিষ্কার করার সময় তা কেড়ে নিয়ে বিভ্রান্তিকর ছবি তুলে অপপ্রচার চালানো হচ্ছে।”

বিএনপির সাদিপুর ইউনিয়ন সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, “বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি মফিজুর রহমান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize