বিশ্বব্যাংক থেকে ৫০ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

Bangladesh receives $500 million from the world bank

বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানে জনআস্থা বৃদ্ধির পাশাপাশি আর্থিক খাতে সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ৫০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। বর্তমান বিনিময় হার অনুযায়ী এর পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা। শনিবার (২১ জুন) ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে বোর্ড সভায় এ সহায়তার অনুমোদন দেওয়া হয়।

বিশ্বব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই সহায়তা অন্তর্ভুক্ত করে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জন্য প্রতিষ্ঠানটির মোট প্রতিশ্রুত অর্থায়নের পরিমাণ দাঁড়ালো ৩০৭ কোটি ডলার। এই অর্থ দেশের আর্থিক ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কারকে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশে বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, “সরকারি অর্থ ব্যবস্থাপনার উন্নয়ন বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তার প্রতিষ্ঠানগুলোকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সাহসী পদক্ষেপ নিচ্ছে।” তিনি আরও বলেন, এই অর্থায়ন সরকারের নীতিনির্ধারণী কাঠামো শক্তিশালী করার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গঠনে সহায়ক হবে।

বিশ্বব্যাংকের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও বাংলাদেশের বাজেট সহায়তায় এগিয়ে এসেছে। গত বৃহস্পতিবার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০ কোটি ডলারের বাজেট সহায়তা অনুমোদন করেছে। আগামী ৩০ জুনের মধ্যেই বিশ্বব্যাংক ও এডিবির এই অর্থ বাংলাদেশ হাতে পাবে বলে জানানো হয়েছে।

এদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড সভায় আগামী সোমবার (২৩ জুন) ঋণের দুই কিস্তির অনুমোদন মিলতে পারে। অনুমোদন পাওয়া গেলে সেখান থেকে বাংলাদেশ আরও ১৩০ কোটি ডলার পাবে, যা দুই সপ্তাহের মধ্যেই ছাড় হতে পারে। সব মিলিয়ে জুন মাস শেষ হওয়ার আগেই বাংলাদেশ পেতে পারে প্রায় ১৮০ কোটি মার্কিন ডলার বাজেট সহায়তা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize