রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অতঃপর…

Barisal women and children repression prevention tribunal

মুলাদিতে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে মুলাদী থানার ওসিকে তদন্ত করার ও প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে।

মামলাটি করেছিলেন মুলাদীর দক্ষিণ কাজীর চরের ২১ বছর বয়সী এক গৃহবধূ। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আজিবর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, গৃহবধূর স্বামী বিদেশে থাকার সুযোগে একই এলাকার সজিব হাওলাদার চলতি বছর ১০ জুন রাতে ঘরে প্রবेश করে।

অভিযোগে বলা হয়েছে যে সজিব হাওলাদার ঘরে প্রবেশ করেই গৃহবধূকে হত্যার হুমকিতে ভয় দেখিয়ে ধর্ষণ করে। এর পরও ঘটনা প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে উল্লেখ রয়েছে মামলায়।

আদালত ও আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনার সত্যতা উদ্‌ঘাটন ও অপরাধীর বিচার নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize